নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস । নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা

Last Updated on 1 year by Shaikh Mainul Islam

সফলতা এবং ব্যর্থতায় পূর্ণ আরও একটি বছরের বিদায় এবং নতুন একটি বছরকে গ্রহণের খুন সন্নিকটে আমরা। তাই আজকে নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস অর্থাৎ নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা মেসেজ দেখবো।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোষ্ট “নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস । নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা” এ।

আজকের পোষ্টে নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস দেওয়ার মতো কিছু ইউনিক বার্তা, নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা মেসেজ দেখবো।

নতুন বছরের ইসলামিক মেসেজ

এখন আমরা নতুন বছর উপলক্ষে কয়েকটি ইসলামিক শুভেচ্ছা মেসেজ দেখবো। এই মেসেজগুলো কপি করে নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস বা ফেসবুকে শেয়ার করতে পারেন নিজের বন্ধুদের সাথে।

চলুন দেখে নেওয়া যাক নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস অর্থাৎ নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা নিয়ে কয়েকটি মেসেজ।

আরও পড়ুনঃ নতুন বছরের শুভেচ্ছা মেসেজ । হ্যাপি নিউ ইয়ার

১)পূর্ণতা এবং ব্যর্থতায় আলহামদুলিল্লাহ্‌ – শুকরিয়া। এবং আগামীর লক্ষে ইংশাআল্লাহ্‌। 

– সবাইকে নতুন বছরের শুভেচ্ছা

২) সময় প্রবহমান, সময় চলতেই থাকে। তবু যেন ঈমান আসে না মোদের। আল্লাহ্‌ আমাদের সকলকে খাঁটি মুসলিম হয়ে বাঁচার তৌফিক দিন। সবাইকে ভালো রাখুন।

– নতুন বছরে সালাম এবং শুভেচ্ছা নিবেন।

৩) শেষ আরও একটি বছর। আপনি ফানুশ উড়িয়ে মজা করছেন? আপনি মনে রাখবেন মৃত্যু আপনার নিকট আরও তারাতারি আসছে ঠিক যত দিন পার হচ্ছে।

আপনি আমি কি প্রস্তত মৃত্যুকে বরণ করে নিতে? সময় ফুরিয়ে যাওয়ার আগে আল্লাহ্‌কে ভয় করি। সবাইকে আল্লাহ্‌ বোঝার শক্তি দিন।

– নতুন বছর উপলক্ষে সবাইকে সালাম রইলো।

আরও পড়ুনঃ হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা । নতুন বছরের শুভেচ্ছা 2023

৪) যেই দিন যায় সেদিন আলহামদুলিল্লাহ্‌। যেই দিন আসে সঃই দিন শুকরিয়া। যেই দিন আসবে সেইদিন ইংশাআল্লাহ্‌। তবেই আল্লাহ্‌ আমাদের সকল বিষয়ে বরকত দিবেন।

-সবাইকে নতুন বছরে সালাম এবং শুভেচ্ছা।

৫) কেয়ামত পর্যন্ত প্রতি বছর নতুন বছরের একটি দিন আসবে। তবে সবগুলো দিন আপনি আমি দেখতে পাবো না। কারণ, সব পারলেও আজীবন বেঁচে থাকা সম্ভব না।

ব্যক্তি আসুন, আমরা উপলব্ধি করার চেষ্টা করি। অতুন বছরে দৃঢ় সংকল্প করি। আল্লাহ্‌কে মহান মানি।

– সবাইকে নববর্ষের সালাম।

নতুন বছরে ইসলামিক শুভেচ্ছা

Dear Visitor, উপরের পাঁচটি মেসেজ আপনি নতুন বছরে আপনার প্রিয়জনকে ইসলামিক শুভেচ্ছা মেসেজ হিসেবে দিতে পারেন। আবার হ্যাপি নিউ ইয়ার ইসলামিক স্ট্যাটাস দিতে পারবেন।

চলুন এবার আমরা আরও কিছু নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস দেওয়ার মতো কিছু মেসেজ দেখে নেই। এই স্ট্যাটাসগুলিও মেসেজ হিসেবে যেকেউকে দিতে পারবেন।

১) ব্যক্তির ভালো কিংবা মন্দের সাথে তার মঙ্গল কিংবা অমঙ্গলের সম্পর্ক নেই। ব্যক্তির কল্যাণ – অকল্যাণ কিংবা মঙ্গল অমঙ্গল তার ক্কাজের উপর নির্ভর করে।

আল্লাহ্‌ এ প্রসঙ্গে বলেন, “তোমরা কিছুর জন্য সময়কে দোষারোপ করো না। আমি আল্লাহ্‌ সময়ের নিয়ন্ত্রণ দাতা”। সময় নয়, বরং কর্মকে বিশ্লেষণ করুন। নতুন বছর নয় সারাজীবন সুখের হবে।

– নতুন বছরের শুভেচ্ছা।

আরও পড়ুনঃ নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস । নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা 

২) আপনি এটা জানেন গতকাল আপনার সাথে কি হয়েছিলো। কিন্তু আপনি এটা জানেন না আগামিকাল আপনার সাথে কি হতে যাচ্ছে। তাই, সময়কে নয় নিজের কাজকে হালাল এবং সার্থক করুন। জীবন সুন্দর হবে।

– নতুন বছরে সালাম এবং অনেক অনেক শুভকামনা।

৩) হয়ত শেষ, নয়ত শুরু। তাই বলে কি চেষ্টা থেমে থাকবে? কখনোই না। চেষ্টা হোক অমরণ এবং অপ্রতিরোধ্য। তবেই জীবন সুন্দর।

– সবাইকে নতুন বছরে অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা।

৪) সৌন্দর্য বজায় রাখুন। বজায় রাখুন উল্লাস। আলহামদুলিল্লাহ্ দিয়ে শেষ করুন। ইংশাআল্লাহ্‌ দিয়ে শুরু করুন। তবেই পথ সহজ এবং সার্থক।

নতুন বছর নতুন বিষয়। সবখানে ইংশাআল্লাহ্‌ রাখুন। চেষ্টা করুন। যা হবে আপনার ভালোর জন্যই হবে।

-সবাইকে অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা।

আরও পড়ুনঃ হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিছু কথা । নতুন বছরের শুভেচ্ছা মেসেজ

৫) আপনি জানেন আপনি সেরা? হ্যাঁ। পাপ্নি আপনার সৃষ্টিকর্তার কাছে নিঃসন্দেহে সেরা। যদি আপনি আপনার কথার মধ্যে ইংশাআল্লাহ্‌, আলহামদুলিল্লাহ্‌ বজায় রাখেন।

– আপনাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।

কি লিখে নতুন বছরের স্ট্যাটাস দিবো ? ইসলামিক নিউ ইয়ার শুভেচ্ছা

উপরে মোট ১০ টি ইসলামিক স্ট্যাটাস কিংবা নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা মেসেজই আপনি কপি করে নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস দিতে পারেন।

এছাড়া এখানের যেকোনো একটি বা একাধিক মেসেজ কপি করে নতুন বছরের ইসলামিক পোস্ট হিসেবে শেয়ার করতে পারেন।

এবং আপনার প্রিয় মানুষকে নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা হিসেবে মেসেজ করে পাঠাতে পারেন।

আরও পড়ুনঃ সম্পর্ক ভেঙ্গে যায় যে পাঁচ কারণে 

উপরের সবগুলো নতুন বছরের ইসলামিক পোস্ট কিংবা মেসেজগুলো সাবলীল এবং বাস্তব বিষয়কে বহন করে। আর আমরা যত বেশি বাস্তববাদী হতে পারবো ততই হবে আমাদের জীবন সুন্দর।

আল কোরআন বিশ্ববাসীর জন্য একটি মহান গ্রন্থ। আর সেই গ্রন্থে কি নাই? আছে সম্পূর্ণ জীবন বিধান। এজন্যই আলকোরআন -কে মানব জীবনের জীবন বিধান বলা হয়।

সেই পবিত্র আল কোরআনে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য একাধিক দোয়া পাঠ করতে বলা হয়েছে।

নতুন বছরের জন্য দোয়া পড়তে হয়।

অর্থাৎ নতুন বছরকে সুন্দর, সাবলীল, ঈমানের পরিপক্বতা, সকল বালা মসিবাদ থেকে রক্ষা সহ সকল বিষয়ে সহজ সমাধানের উদ্দেশ্যে মহান আল্লাহ্‌ তায়ালার কাছে দুই হাত তুলে প্রান খুলে দোয়া করতে হয়।

নতুন বছরের জন্য দোয়া

নতুন বছরে কি দোয়া পড়তে হয় যা অনেকেই জানেন না। চলুন নতুন বছরের জন্য কি দোয়া পড়তে হয় তা জেনে নেওয়া যাক। একই সাথে দোয়ার বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ দেখে নিন।

নতুন বছরের জন্য দোয়াবাংলা উচ্চারনবাংলা অর্থ
اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالأَمْنِ ، وَالإِيمَانِ ، وَالسَّلا مَةِ – وَالإِسْلامِ ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ ، وَجَوَار مِنَ الشَّيْطَانِআল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালামাতি,
ওয়াল ইসলামি, ওয়া রিদওয়ানিম মিনার রহমানি, ওয়া ঝওয়ারিম মিনাশ শায়তানি
হে আল্লাহ! আমাদের ঈমান ও ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। দয়াময় আল্লাহ্‌র কল্যাণ দান করুন। শয়তানের কুমন্ত্রণা মোকাবেলায় আমাদের সাহায্য করুন।
ﻳَﺎ ﻣُﻘَﻠِّﺐَ ﺍﻟْﻘُﻠُﻮْﺏِ ﻭَ ﺍْﻻَﺑْﺼَﺎﺭِ ﻳَﺎ ﻣُﺪَﺑِّﺮَ ﺍﻟَّﻴْﻞِ ﻭَ ﺍﻟﻨَّﻬَﺎﺭ — ﻳَﺎ ﻣُﺤَﻮِّﻝَ ﺍﻟْﺤَﻮْﻝِ ﻭَ ﺍْﻻَﺣْﻮَﺍﻝ ﺣَﻮِّﻝْ ﺣَﺎ ﻟَﻨَﺎ ﺍِﻟﻰ ﺍَﺣْﺴَﻦَ ﺍﻟْﺤَﺎﻝِইয়া মুকাল্লিবাল কুলুবি ওআল আবছারি ইয়া মুদাব্বিরাল লাইলি ওয়ান্নাহার;
ইয়া মুহাওয়্যিলাল হাওলি ওয়াল আহ্‌ওয়ালি হাওয়্যিল হালানা ইলা আহসানাল হালি
হে অন্তর ও দৃষ্টিসমূহের পরিবর্তনকারী! হে রাত ও দিনের আবর্তনকারী! হে সময় ও অবস্থা পরিবর্তনকারী আল্লাহ্‌! সব সময় আমাদের অবস্থা ও অবস্থান ভালো বা কল্যাণের দিকে উন্নীত করুন।’
নতুন বছরের জন্য দোয়া

আশা করছি এতক্ষণে নতুন বছরে কি দোয়া পড়তে হয় তা জেনেছেন। নতুন বছরে উপরের দোয়া দুটি পাঠ করার পাশাপাশি আল্লাহ্‌ তায়ালার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। এবং পরবর্তী দিনগুলো ইসলামের পথে থাকার শক্তি প্রার্থনা করতে হবে।

এছাড়াও দুই রাকাত কিংবা চার রাকাত নফল নামাজ পরে আল্লাহর কাছে সকল বিষয়ে সাহায্য চাইতে হবে।

আল্লাহর ভাণ্ডারে কিছুর অভাব নাই।

আল্লাহ্‌ নিশ্চয়ই দিবেন। শুধু চাইতে হবে। হতাশ হওয়া যাবে না। জীবন সুন্দর। শুধু গুছিয়ে নিতে হবে।

পরবর্তী সব সময়ের জন্য আল্লাহর হেদায়াত চাইতে হবে। সহজ সুন্দর জীবন দানের জন্য আল্লাহ্‌কে অনুগ্রহ করতে হবে।

তবেই আল্লাহ্‌ আমাদের জীবনকে করবেন সুন্দর, সাবলীল এবং সার্থকময়।

ইসলামী দৃষ্টিতে নতুন বছর সম্পর্কিত FAQS

নতুন বছর উদযাপনে কি কি করা যাবে না?

আমাদের দেশে প্রচলিত পটকা, বাজি ফোটানো যাবে না। গান বাজনা করা যাবে না।
একদিক থেকে চিন্তা করলে নতুন বছরের অর্থ একটি বছর শেষ করে আসা। তাই সেই বছরের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং নতুন বছরের জন্য করুনা চাওয়া উচিত।

নতুন বছরে কি দোয়া পড়তে হয়?

নতুন বছর উদযাপনে পাঠ করার মতো বেশ কিছু দোয়া আছে। এর মদদ্ধে অন্যতম হচ্ছে,

হে আল্লাহ! আপনি আমাদের ঈমান এবং ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা বৃদ্ধি দিন। দয়াময় আল্লাহ্‌ আপনার কল্যাণ দান করুন। শয়তানের কুমন্ত্রণা মোকাবেলায় আমাদের সহযোগিতা করুন।

এছারাও আরও কিছু দোয়া আছে। এই পোষ্টে উল্লেখিত দোয়া থেকে নতুন বছরের আরও কিছু দোয়া দেখে নিতে পারেন।

নতুন বছর উদযাপন উপলক্ষে কি নামাজ আদায় করতে হয়?

নপ্তুন বছর উদযাপনে কোনো বাধ্যবাধকতা নেই। তবে, আপনি চাইলে আপনার খুশি মতো ২ রাকাত করে যে কয় রাকাত ইচ্ছা নফল নামাজ আদায় এবং দোয়া দরুদ পড়তে পারেন।

নতুন বছরে ইসলাম কি সমর্থন করে না?

নতুন বছরে আমাদের দেশের প্রচলিত নাচ, গান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলি সমর্থন করে না।

এই পোষ্ট থেকে নতুন বছরের ইসলামিক দৃষ্টিতে কি করা উচিত তা দেখে নিন।

কোরআনের আলোকে কিভাবে নতুন বছর পালন করতে হয়?

ইসলাম শান্তি, শৃঙ্খলা এবং শালীনতার ধর্ম। আপনি চাইলেই সবকিছু করতে পারবেন না। কারণ তথাকথিত সামাজিক কালচারের অনেক কিছুই ইসলাম পরিপন্থি।

ইস্লামের আলোকে নতুন বছর উদযাপন করতে পারেন ২ রাকাত নফল নামাজ, বিভিন্ন দোয়া দরুদ সহ আল্লাহর কাছে ক্ষমা এবং করুনা চাওয়ার মধ্য দিয়ে।

কোরানের আলোকে নতুন বছর উদযাপন সম্পর্কে এই পোষ্টে বিস্তারিত উল্লেখ আছে। দেখে নিন বিস্তারিত।

নতুন বছর উপলক্ষে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা “নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস । নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা” মূলক মেসেজ জেনেছি।

এছাড়াও নতুন বছরের জন্য কি দোয়া পড়তে হয়, ইসলামিক দৃষ্টিতে কিভাবে নতুন বছরকে বরণ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জেনেছি।

আশা করছি নতুন বছরের স্ট্যাটাস দেওয়ার জন্য আপনারা খুব সুন্দর কয়েকটি মেসজ পেয়েছেন। একইসাথে সোশ্যাল মিডিয়ায় নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস দেওয়ার জন্য কিছু ইউনিক বার্তা পেয়েছেন।

সবার নতুন জীবন সুখের হোক। সুন্দর হোক। সাফল্যময় হোক। Dainik kantha পরিবারেের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

বিভিন্ন দিবস এবং এই সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোষ্ট পড়তে Bangla Blog category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোষ্ট পড়তে Dainik kanthaভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

7 thoughts on “নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস । নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা”

  1. Pingback: নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস । নতুন বছরের শুভেচ্ছা

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.